যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে সম্প্রতি প্রকাশিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও চিন্তাধারা নিয়ে লেখা গ্রন্থ ‘তারেক রহমান: পলিটিকস এন্ড পলিসিস-কনটেম্পরারি বাংলাদেশ’-এর প্রকাশনা উৎসব আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঢাকার গুলশানের হোটেল লেকশোর মিলনায়তনে আজ বেলা আড়াইটায় এ উৎসব শুরু হবে।
প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের সাবেক স্পীকার ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দীন সরকার।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন, বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।
গ্রন্থটি তারেক রহমানের রাজনৈতিক জীবন, দর্শন ও বাংলাদেশের সমসাময়িক রাজনীতির উপর ভিত্তি করে রচিত। এটি তার রাজনৈতিক পরিকল্পনা, চিন্তাধারা এবং নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেছে।
বিএনপি’র নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে এই গ্রন্থটি ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। এর মাধ্যমে তারেক রহমানের রাজনৈতিক ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এই প্রকাশনা উৎসব বিএনপি’র সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড এবং দলীয় নেতৃবৃন্দের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।