1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
তাহসানের বিয়ের খবরে ভক্তদের উচ্ছ্বাস, নতুন জীবনসঙ্গী রোজা আহমেদ! - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ১৩৮.২০ মিলিয়ন ডলারের সহায়তা করবে চীন “কাচারী শাহী ঈদগাহ মাঠ” ফের সংরক্ষণের অনুরোধ: ঐতিহ্য, ধর্ম এবং মানবিক আবেগের আহ্বান সিলেট টেস্টের শুরুতেই ধাক্কা, শান্ত-মুমিনুলের ব্যাটে বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে ঘুষ বাণিজ্য ও বিলাসী জীবনের ইতি টানছে ‘হোয়াইট বাবু’র দিন দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

তাহসানের বিয়ের খবরে ভক্তদের উচ্ছ্বাস, নতুন জীবনসঙ্গী রোজা আহমেদ!

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
তাহসানের-নতুন-জীবনসঙ্গী-রোজা-আহমেদ!
তাহসানের নতুন জীবনসঙ্গী রোজা আহমেদ।

বছরের শুরুতেই সুসংবাদ দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। নিজের বিয়ের খবরটি বেশ গোপন রেখেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ভক্তদের আর কৌতূহলে না রেখে আনুষ্ঠানিকভাবে জানালেন নতুন জীবনের গল্প।

শুক্রবার রাতে ফেসবুকে তাহসান ও রোজা আহমেদের একটি ছবি ভাইরাল হয়ে যায়। ছবিটি দেখে মনে হচ্ছিল, এটি তাঁদের গায়েহলুদের ছবি। মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তদের মনে প্রশ্ন, তবে কি বিয়ে করলেন তাহসান? অনেকে অভিনন্দন জানাতেও শুরু করেন।

শুক্রবার মধ্যরাতে তাহসানের হোয়াটসঅ্যাপে ছবিটি পাঠিয়ে প্রথম আলোর একজন প্রতিবেদক জানতে চান ছবিটির সত্যতা। তাহসান তখন সোজাসাপ্টা উত্তর দেন, ‘আগামীকাল জানাচ্ছি।’

এরপর শনিবার সকালে তাঁকে ফোন করা হলে তাহসান বলেন, ‘অভিনন্দন জানাতে পারেন।’ তবে তিনি তখনো পুরোপুরি স্পষ্ট করেননি যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে কিনা।

অবশেষে ব্যস্ততার ফাঁকে সন্ধ্যায় কথা বললেন তিনি। জানালেন, শুক্রবার তাঁদের গায়েহলুদ সম্পন্ন হয়েছে এবং শনিবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তাহসান বলেন, ‘আমরা চেয়েছি শুভ কাজটি সেরে সবার সঙ্গে আনন্দটি ভাগাভাগি করতে। আপনাদের দোয়া চাই, যেন আমরা একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি।’

রোজা আহমেদ বরিশালের মেয়ে। তিন বছরের বেশি সময় ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। নিউইয়র্কে তাঁর নিজস্ব প্রতিষ্ঠান ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ রয়েছে। তিনি মূলত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিত।

তাহসানের সঙ্গে রোজার পরিচয় বেশ আগেই। সম্পর্কের পরিণতি বিয়েতে গড়িয়েছে। রোজা বর্তমানে নিউইয়র্কে থাকলেও দেশেও কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর। জানুয়ারিতে দেশে এসে দুই দিনব্যাপী ব্রাইডাল মেকআপের মাস্টার ক্লাস পরিচালনা করবেন।

শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে রোজার সঙ্গে একটি ছবি পোস্ট করেন তাহসান। ছবির ক্যাপশন ছিল একেবারে তাহসানের মতোই রোমান্টিক:
‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে,
আমার সুরে নাচের মুদ্রায়,
সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন,
ধোঁয়া ওঠা চায়ের কাপে,
সেই তুমি কে?’

এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এক ঘণ্টার মধ্যে সাড়ে ৫ লাখের বেশি প্রতিক্রিয়া এবং ৮৫ হাজারের বেশি মন্তব্যে ভরে যায় সেই পোস্ট। ভক্তরা তাঁদের প্রিয় তারকার নতুন জীবনকে স্বাগত জানিয়ে শুভকামনা জানান।

বিয়ের পাশাপাশি তাহসানের পেশাগত ব্যস্ততাও চোখে পড়ার মতো। সম্প্রতি তিনি হলিউডে ‘ভুলে যাব’ শিরোনামে একটি মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন করেছেন। আরও ১২টি নতুন গানের কাজ চলছে তাঁর। নিয়মিতই যুক্তরাষ্ট্রে যাতায়াত করছেন তাহসান। তবে বিয়ে এবং নতুন জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপাতত কিছুদিন কাজ থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

তাহসানের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ তাঁদের প্রিয় তারকার ব্যক্তিগত জীবনকে সম্মান জানিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন।

একজন ভক্ত লিখেছেন, ‘ভালোবাসার মানুষ ফিরে পেয়েছেন তাহসান। আমাদের শুভকামনা রইল। নতুন জীবনের জন্য অভিনন্দন।’

অন্য একজন মন্তব্য করেন, ‘ভালোবাসা কোনো নির্দিষ্ট সময়ের অপেক্ষা করে না। তাহসান ভাই যেটা করেছেন, সেটা নিঃসন্দেহে অনেক সাহসী ও ভালো একটি সিদ্ধান্ত। শুভকামনা জানাই।’

তাহসান ও রোজা আহমেদের এই নতুন পথচলা তাঁদের ভক্তদের জন্য একটি মিষ্টি চমক হিসেবে এসেছে। জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন তাহসান। তাঁর এই নতুন জীবনের জন্য অসংখ্য শুভকামনা রইল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট