চীনের অর্থায়নে রংপুরে এক হাজার শয্যার একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথে। এই লক্ষ্যে গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদী তীরবর্তী চর কলাগাছি এলাকায় স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে পরিদর্শন কার্যক্রমে অংশ নেন হাসপাতাল নির্মাণ প্রকল্পে যুক্ত কর্মকর্তা, রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীসহ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।
চর কলাগাছির প্রায় ১০০ একর খাস জমির মধ্যে হাসপাতাল নির্মাণের জন্য প্রাথমিকভাবে ২০ একর জমি পরিদর্শন করা হয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চীনা প্রতিনিধি দল সরেজমিনে এলাকা ঘুরে দেখবেন এবং হাসপাতালের জন্য সর্বোত্তম জায়গাটি নির্ধারণ করবেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ড. ইঞ্জিনিয়ার জমিদার রহমান বলেন, “তিস্তা নদীর পাড়ে হাসপাতাল নির্মাণের স্থান হিসেবে চর কলাগাছি অত্যন্ত উপযোগী। পাশে রয়েছে তিস্তা ব্রিজ ও লালমনিরহাট বিমানবন্দর, যা যোগাযোগ ব্যবস্থাকে সহজ করবে।”
এ বিষয়ে লক্ষ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, “দীর্ঘদিন অবহেলিত ও নদী ভাঙ্গন কবলিত গঙ্গাচড়ার মানুষের উন্নয়ন ও চিকিৎসা সেবার মানোন্নয়নের জন্য এই হাসপাতালে নির্মাণের দাবি জানাই।”
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, “চীনা কর্তৃপক্ষ তিস্তা নদী তীরবর্তী কয়েকটি সম্ভাব্য জায়গা পরিদর্শন করছেন। গঙ্গাচড়ার চর এলাকাটি তাদের নজরে এসেছে। এখানে হাসপাতাল হলে উত্তরবঙ্গের নদী ভাঙ্গন কবলিত বিপুল জনগোষ্ঠী উপকৃত হবে।”
উল্লেখ্য, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন এই বিশেষায়িত হাসপাতালটি বাংলাদেশকে উপহার হিসেবে দিচ্ছে। হাসপাতালটি তিস্তা মহাপরিকল্পনা এলাকার নিকটে স্থাপিত হবে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
এই হাসপাতাল নির্মাণ বাস্তবায়িত হলে তা হবে উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবার এক মাইলফলক।