বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সকালে উৎসবমুখর পরিবেশে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বাংলা সংস্কৃতির নানা রঙ, ঐতিহ্যবাহী প্রতীক, মুখোশ, ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের ছন্দে মুখর ছিল পুরো এলাকা। শিশু-কিশোর, শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করে।
নববর্ষের এই আয়োজনে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীরা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
আয়োজকরা জানান, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ। এই আয়োজন নতুন প্রজন্মকে নিজেদের শিকড়ের সঙ্গে যুক্ত করতে সহায়তা করে।
শুভ নববর্ষ ১৪৩২ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলার আয়োজনও করা হয়।