বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার উদ্যোগে ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শুভেচ্ছা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালির নেতৃত্ব দেন কাহারোল উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মোঃ জাকিরুল ইসলাম। উপজেলা জামায়াতে ইসলামী'র সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
শুভেচ্ছা র্যালিতে জামায়াতে ইসলামী, যুব সমাজ এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। র্যালিটি ছিল উৎসবমুখর এবং সকল অংশগ্রহণকারী উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আমীরের আগমনকে স্বাগত জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আমীরের দিনাজপুর সফর উপলক্ষ্যে এই র্যালি এলাকার রাজনৈতিক পরিবেশে একটি প্রাণবন্ত ও সুশৃঙ্খল বার্তা ছড়িয়ে দিয়েছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ও উদ্দীপনা এই আয়োজনকে সফল করেছে।