দিনাজপুরের কাহারোল উপজেলার পূর্ব সাদীপুর গ্রামের আদিবাসী পাড়ার সামনে হাইওয়ে রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দিনাজপুর ট্রাফিক বিভাগের টি এস আই মোঃ আবদুল করিম নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ২৭ মার্চ, বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে পাঁচটায়।
জানা যায়, নিহত টি এস আই মোঃ আবদুল করিম বিরগঞ্জ উপজেলায় তার দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে দিনাজপুরে কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে কাহারোল উপজেলার ১০ মাইলের সাদীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
কাহারোল থানার তদন্ত কর্মকর্তা শ্যামল বর্মন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।