দীর্ঘ বিরতির পর অবশেষে অভিনয়ে ফিরেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। একাধিক দর্শকপ্রিয় নাটকের অভিনেত্রী রিচি, যিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে সংসার ও সন্তানের সঙ্গে ব্যস্ত ছিলেন, এবার বাংলাদেশে ফিরে নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন।
রিচি সোলায়মান শুটিংয়ের পাশাপাশি ব্যবসায়ও পা রেখেছেন। ডিসেম্বরের শেষ দিকে উত্তরায় একটি বিউটি পার্লারের ব্যবসা শুরু করেছেন তিনি, যার উদ্বোধন করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এই উদ্যোগের পর অভিনেত্রী জানিয়ে দেন, গল্প ও চরিত্র পছন্দ হলেই তিনি ক্যামেরার সামনে দাঁড়াবেন।
গত বছর শেষ করেছেন ‘গিরগিটি’ নামের একটি ওয়েব ফিল্মের শুটিং, যা নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের বিজয় জানা। এবার নতুন বছরের শুরুতে নাটকের কাজ শুরু করেছেন। ইমরাউল রাফাতের পরিচালনায় ‘পরস্পর’ নামের নাটকে অভিনয় করছেন তিনি। নাটকটির শুটিং গতকাল থেকে শুরু হয়েছে।
‘পরস্পর’ নাটকের গল্প লিখেছেন অপূর্ণ রুবেল। নাটকটিতে রিচি সোলায়মানকে দেখা যাবে সোমা নামের একটি চরিত্রে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "গল্প ও চরিত্র ভালো হলে আনুষঙ্গিক অন্যান্য ব্যস্ততা পাশ কাটিয়ে কাজ করতে ইচ্ছা করে। পরস্পর নাটকের গল্পটা আমার ভালো লেগেছে। যে কারণে কাজটির সঙ্গে যুক্ত হওয়া।" তিনি আরও জানান, এটি তার জন্য দ্বিতীয়বার রাফাতের নির্দেশনায় কাজ করা, এবং আশা করছেন, এই অভিজ্ঞতা তার জন্য আরও ভালো হবে।
রিচি সোলায়মানের নতুন যাত্রা তার ভক্তদের জন্য আনন্দের, কারণ তারা আবারও তাকে ছোট পর্দায় দেখতে পাবেন।