গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) অফ-ট্রান্সমিসন পয়েন্টে জরুরি টাই-ইন কাজের কারণে দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। সোমবার (৩১ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।
তিতাস গ্যাস জানায়, মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৮টা থেকে বুধবার (২ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা জয়দেবপুর, টঙ্গী, চন্দ্রা, কোনাবাড়ী, আশুলিয়া, সাভার, ধামরাই, মানিকগঞ্জ এবং তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
জরুরি টাই-ইন কাজের ফলে গ্যাস সরবরাহব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হবে, যার কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাসের চাপ কমে যাবে। এতে গৃহস্থালি, শিল্প এবং বাণিজ্যিক গ্রাহকদের অসুবিধার সম্মুখীন হতে পারে।
এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছে।
গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।