দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। গতকাল, ২৪ নভেম্বর রবিবার, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এই কর্মসূচি উদযাপন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নারায়ণগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার মোঃ এনামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ গ সার্কেলের এএসপি মোঃ মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম।পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উবায়দুর রহমান সাহেল। রূপগঞ্জ থানা ইন্টেলিজেন্স ওসি সালাউদ্দিন।
অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল আলম ভূঁইয়া মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রুবেল মাহমুদ, মোঃ আলম হোসাইন, মোঃ নোয়াব ভূঁইয়া, এস এম রনি, পারভেজ, সিরাজুল ইসলাম এবং গোলাম মোস্তফা সাগর বক্তব্য প্রদান করেন।
সভায় বক্তাদের অভিমত বক্তারা দৈনিক ভোরের চেতনা পত্রিকার অবদানের কথা উল্লেখ করে বলেন, এই পত্রিকা গত ২৫ বছর ধরে গণমানুষের সংবাদ পরিবেশন করে আসছে। ন্যায়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি দেশের কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
বিশেষ কার্যক্রম ও সমাপ্তি আলোচনা সভার পর দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রকাশক, সম্পাদক এবং সাংবাদিকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর শোভাযাত্রা রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকা প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘটে। এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।