1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ধানমন্ডি ৩২ নম্বরে পাওয়া ‘হাড়গোড়’: সিআইডির তদন্ত শুরু - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন

ধানমন্ডি ৩২ নম্বরে পাওয়া ‘হাড়গোড়’: সিআইডির তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
ধানমন্ডি ৩২, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর বাড়ি, সিআইডি তদন্ত, হাড়গোড়, ফরেনসিক পরীক্ষা, বুলডোজার মিছিল, লুটপাট, গরু জবাই, বিরিয়ানি উৎসব, বেজমেন্ট রহস্য, পানি সেচ, ফায়ার সার্ভিস, রাজনৈতিক প্রভাব, বাংলাদেশ, শেখ হাসিনা, ছাত্র-জনতা, আইনগত তদন্ত, অপরাধ তদন্ত, ক্রাইম সিন, ধানমন্ডি থানা, ঐতিহাসিক স্থান, বাংলাদেশ রাজনীতি, তদন্ত প্রতিবেদন, ধ্বংসস্তূপ, নির্মাণাধীন ভবন

ঢাকা, ১০ ফেব্রুয়ারি: বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে কিছু ‘হাড়গোড়’ পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বর্তমানে এই বিষয়ে ফরেনসিক বিশ্লেষণ ও তদন্ত কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে। ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, “৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, এখন সেগুলো মানুষের না কি অন্য কোনো প্রাণীর, সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।”

সিআইডির তদন্ত দল আলামত সংগ্রহ শেষে সকাল সোয়া ১০টার দিকে ঘটনাস্থল ত্যাগ করে। এখন ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে, এগুলো মানুষের হাড়গোড় কি না, এবং যদি হয়, তাহলে এগুলোর উৎস কী।

গত ৫ ফেব্রুয়ারি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দেওয়ার পরপরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ি গুঁড়িয়ে দেয়। এরপর থেকেই সেখানে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড চলতে থাকে।

৭ ফেব্রুয়ারি একদল বিক্ষোভকারী ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির মাধ্যমে ৩২ নম্বরের বাড়ি সম্পূর্ণরূপে ভেঙে ফেলে। ৮ ফেব্রুয়ারি দিনভর লুটপাট চলে, যেখানে লোহার রড, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করে নিয়ে যায় লোকজন। বিকেলের দিকে সেখানে গরু জবাই করে বিরিয়ানি রান্না করা হয় এবং রাতে বিশাল জেয়াফতের আয়োজন হয়।

বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে নির্মাণাধীন একাধিক বেজমেন্ট পাওয়া যায়, যা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিক্ষুব্ধ জনতা বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্ট দেখতে পায়। তারা দেখতে পায়, দুই তলা পর্যন্ত নামা গেলেও পরবর্তী ফ্লোর পানিতে ডুবে আছে। ধারণা করা হচ্ছে, এর নিচে আরও কয়েকটি তলা থাকতে পারে।

এ বিষয়ে নিশ্চিত হতে ফায়ার সার্ভিসের কর্মীরা ৯ ফেব্রুয়ারি সকাল থেকে পানি সেচ করার কাজ শুরু করে এবং দুপুর সোয়া ১টার দিকে কাজ সম্পন্ন করে। এরপরই সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করতে আসে।

বর্তমানে সিআইডি ফরেনসিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে। যদি হাড়গোড়গুলো মানুষের হয়, তাহলে এ বিষয়ে আরও গভীর তদন্ত হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং ৩২ নম্বরের বেজমেন্টে পাওয়া এই নতুন আলামত ভবিষ্যতে কী ধরনের রাজনৈতিক বা আইনগত প্রভাব ফেলতে পারে, তা এখনো অনিশ্চিত। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সব দিক মাথায় রেখে তদন্ত পরিচালনা করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট