বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছে সংগঠনটি। শনিবার (২১ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন জানান, বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলা হয়েছে। এমনকি সেই দলের নাম ‘জনশক্তি’ বলেও উল্লেখ করা হয়েছে। এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন তিনি।
সামান্তা শারমিন বলেন, “আমরা নিশ্চিত করতে চাই, এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। আমরা এমন কোনো পরিকল্পনাও করছি না। যারা এই গুজব ছড়াচ্ছে, তারা জনমনে বিভ্রান্তি তৈরি করছে।”
জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এসব গুজব থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সংগঠনটি বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে নাগরিকদের ঐক্যবদ্ধ করতে কাজ করছে। তবে তাদের পক্ষ থেকে রাজনৈতিক দলের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে পুনরায় নিশ্চিত করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বারবার বলে আসছে যে, তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে না। বরং তারা সামাজিক ও নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছে।
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিভ্রান্তি সৃষ্টিকারী খবর থেকে বিরত থাকতে এবং যাচাই-বাছাই করে সঠিক তথ্য প্রচারের জন্য গণমাধ্যম ও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।