1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
নববর্ষ পালন নিয়েও ষড়যন্ত্র হয়েছে: রিজভী - RT BD NEWS
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন হাওর অঞ্চলে বৈষম্য দূর ও প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থে ইজারা প্রথা বাতিলের আহ্বান বিলাসবহুল পণ্যের আড়ালে ‘মেইড ইন চায়না’: ফাঁস হলো গুচি-প্রাডার উৎপাদন রহস্য আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার: নাহিদ ইসলাম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৫টি দোকান জিয়ানগরে একই রাতে একই এলাকার তিন বাড়িতে গরু চুরি : জনমনে আতঙ্ক বিশ্বকাপের টিকিটের লড়াইয়ে আজ পাকিস্তানের বিপক্ষে ফাইনাল সমীকরণে বাংলাদেশ নারী দল

নববর্ষ পালন নিয়েও ষড়যন্ত্র হয়েছে: রিজভী

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
নববর্ষ পালন নিয়েও ষড়যন্ত্র

 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে পহেলা বৈশাখ তথা নববর্ষ পালন নিয়েও ষড়যন্ত্র করা হয়েছে। পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী একটি দেশের সংস্কৃতি বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। ‘সতীর্থ স্বজন’ আয়োজিত এই অনুষ্ঠানে তিনি নববর্ষ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, “আগে পহেলা বৈশাখে মুখোশের আড়ালে আমাদের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এমনকি দাড়ি-টুপি নিয়েও ষড়যন্ত্র হয়েছে। গত ১৬ বছর ধরে আমাদের ভোটাধিকারের যে লড়াই, সেটি আমাদের নিশ্চিত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় কোনো ধরনের টালবাহানা করা চলবে না।”

রিজভী আরও বলেন, “পহেলা বৈশাখে জাতির প্রধান আকাঙ্ক্ষা হলো—ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকারসহ সব ধরনের অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছেন।”

ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “আমি তখন কারাগারে, বাইরে তুমুল আন্দোলন চলছে। পুলিশ বলছে, ‘গুলি করি একটা পড়ে যায়, আবার সেখানে এসে আরেকজন দাঁড়ায়’। এই উদ্দীপনার পেছনে আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, লেখা এবং অন্যান্য কবিদের প্রেরণাদায়ক রচনা।”

সংস্কার এবং গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, “ভোটাধিকারকে সংস্কারের সঙ্গে এক করে দেখা উচিত। গণতন্ত্র মানেই সংস্কার, এটি একটি প্রবাহমান খরস্রোতা নদীর মতো, যেখানে কর্তৃত্ববাদের কোনো স্থান নেই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম, কবি রেজা স্টালিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুব ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট