নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইফফাত আরা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম আহ্বায়ক ও ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশার সহধর্মিণী।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে অধ্যক্ষ সায়মা খানম নবনির্বাচিত সভাপতি ইফফাত আরাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় নব-নির্বাচিত সভাপতি ইফফাত আরা বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এডহক কমিটির সদস্য ও শিক্ষকদের সহযোগিতা কামনা করছি। আমরা একসঙ্গে কাজ করে শিক্ষার পরিবেশ আরও উন্নত করব এবং নিরলসভাবে পরিশ্রম করব।”
গত ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদিত ৪ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়। কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি: ইফফাত আরা, সদস্য সচিব: অধ্যক্ষ সায়মা খানম, শিক্ষক প্রতিনিধি: শাহাদাত হোসেন, অভিভাবক সদস্য: সুমন।
এডহক কমিটির সদস্য ছাড়াও নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অভিভাবক সদস্য সবুজ, শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় নবনির্বাচিত সভাপতি ইফফাত আরা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “আমি চাই নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান আরও বৃদ্ধি পাক। আমরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করব।”
পরবর্তী পরিকল্পনা: বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করা।