নারায়ণগঞ্জের আড়াইহাজার সদর পৌরসভার দিঘিরপাড় এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ মার্চ) রাত সোয়া ১টার দিকে সংঘটিত এই ঘটনায় নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটপাট করা হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী ওবায়দুল একই এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে। তার ভাই মামুন জানান, রাত ১টার দিকে ১২ থেকে ১৫ জন ডাকাত বাড়ির প্রধান ফটকের কেচি গেট কেটে ঘরে প্রবেশ করে। তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ডাকাতদের সবার মুখে কালো মুখোশ ছিল, যার ফলে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে।