নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন (৪৮)। বুধবার (৪ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোখলেসুর রহমান।
দেলোয়ার হোসেন ঢাকার শ্যামপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। স্কুল ছুটির পর তিনি মুন্সীগঞ্জ থেকে নদীপথে নারায়ণগঞ্জ হয়ে ট্রেনে শ্যামপুরের বাড়িতে ফিরতেন। বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনে ঢোকার সময় প্ল্যাটফর্ম থেকে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন তিনি। এ সময় ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি স্টেশনে ঢোকার সময় একাধিক যাত্রী প্ল্যাটফর্ম থেকে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় ভারসাম্য হারিয়ে দেলোয়ার হোসেন ট্রেনের ধাক্কায় পড়েন। পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোখলেসুর রহমান বলেন, “চলন্ত ট্রেনে ওঠার ঝুঁকি নিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”
প্রধান শিক্ষকের এই অকাল মৃত্যুতে তার সহকর্মী এবং শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ইমরান হোসেন বলেন, “প্রতিদিনের মতো তিনি বাড়ি ফিরছিলেন। এভাবে তাকে হারাতে হবে, তা কল্পনাও করিনি। আমরা সবাই শোকাহত।”
রেলওয়ে কর্তৃপক্ষ বারবার চলন্ত ট্রেনে ওঠা থেকে বিরত থাকার আহ্বান জানালেও এমন ঝুঁকিপূর্ণ কাজের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ ঘটনা ট্রেন যাত্রীদের জন্য একটি সতর্কবার্তা হয়ে রইল।