মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি ১৬ ডিসেম্বর, সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার নেতাকর্মী জাতীয় ও দলীয় পতাকা, রংবেরঙের ব্যানার, ফেস্টুন এবং বাদ্যযন্ত্র নিয়ে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।
র্যালীটি বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ কবিলের মোড়ে শুরু হয় এবং এতে অংশগ্রহণকারীরা বিজয়ের গৌরবময় ইতিহাস স্মরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব আতাউর রহমান মুকুল। তিনি বলেন, "বিএনপি'র জন্য নারায়ণগঞ্জ সদর বন্দর জালাল হাজী পরিবারের ঘাঁটি।"
এসময় তিনি আরও উল্লেখ করেন, "তারুণ্যের অহংকার তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন, তার বক্তব্য আমাদের ফলো করে চলা উচিত। তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাব, ইনশাআল্লাহ। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের এ দেশকে স্বাধীন ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলবো। তারেক জিয়ার নেতৃত্বে দেশবাসীকে একটি নতুন বাংলাদেশ উপহার দেব।"
মুকুল বলেন, "আমরা চাই দ্রুত একটি নির্বাচন। গণতন্ত্র সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়। একটি ভালো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সরকার আসবে, এ প্রত্যাশা জনগণ করে।"
এদিনের বিজয় র্যালীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে notable ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান মনির, এড. বিল্লাল হোসেন, এড. আনিছ, মহানগর বিএনপি নেতা ও ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহাম্মেদ, এবং ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হামিদ খান সহ আরও অনেক নেতা।
এছাড়া, মুছাপুর ইউনিয়ন বিএনপি নেতা ইব্রাহিম খান, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি সাফি, সাংগঠনিক সম্পাদক স্বপন মাহামুদ, এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজয় র্যালীটি নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং এর মাধ্যমে আওয়ামী সরকারের অধীনে অনুষ্ঠিত গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার জন্য বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হয়।