নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর বাছাইপর্বের আমেরিকা অঞ্চলের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। সোমবার (১০ মার্চ) বুয়েন্স এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল নারী ক্রিকেট দল। ২৫ রানের ব্যবধানে তারা স্বাগতিক আর্জেন্টিনাকে পরাজিত করে।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ব্রাজিল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো। রান তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে আর্জেন্টিনা। ১৫.১ ওভারেই তারা মাত্র ৪৪ রানে অলআউট হয়ে যায়।
ব্রাজিলের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন নিকোল মন্তেইরো। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কারও জেতেন মন্তেইরো।
আগামী ১৭ মার্চ আবারও মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। এই বাছাইপর্বে আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্র দল ডাবল লিগ পদ্ধতিতে খেলছে। টুর্নামেন্টের শীর্ষ দলটি বিশ্বকাপ বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডে খেলার সুযোগ পাবে।