২০২৫ নারী বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে, যেখানে অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন টাইগ্রেসরা। তাই এবারের ঈদুল ফিতরের ছুটি মেলেনি নারী ক্রিকেটারদের।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ভবনে ঈদ উদযাপন করেছেন ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। পরিবার থেকে দূরে থাকলেও সতীর্থদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, সালমা খাতুনসহ দলের অন্যান্য সদস্যরা।
নারী ক্রিকেট দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একাধিক ছবিতে দেখা গেছে, ঐক্যবদ্ধভাবে ঈদের সাজে উজ্জ্বল টাইগ্রেসরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা বিনিময় করেছেন তারা।
বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতে আগামী ৩ এপ্রিল পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। সেখানে ১০ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। এরপর ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
নারী বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করতে এবার দারুণ প্রস্তুতি নিচ্ছে টাইগ্রেসরা। দেশের ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, পাকিস্তান থেকে বিশ্বকাপের টিকিট নিয়েই ফিরবে বাংলাদেশ নারী দল।