রমজান মাসেও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে চরম পানি সংকটে ভুগছে স্থানীয় বাসীন্দারা। বিল পরিশোধ করার পরেও এবং ভোগান্তির কথা জেনেও তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না নাসিক কর্তৃপক্ষ এমন অভিযোগ এলাকাবাসীর। এদিকে নাসিকের প্রশাসক ও সিইও এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে বক্তব্য দিতে রাজি নন।
দীর্ঘদিন যাবত নাসিকের ২৪ ও ২৫ নং ওয়ার্ডের বক্তারকান্দী, দেউলী, চৌরাপাড়া ও লক্ষনখোলা এলাকায় তীব্র পানি সংকটে রয়েছেন বাসিন্দারা। পানির বিল ও টেক্স নিয়মিত পরিশোধ করেও সেবা বঞ্চিত অত্র এলাকার মানুষ। সাবেক মেয়র আইভী ক্ষমতার দাপটে ওয়াসার কাছ থেকে জোর পূর্বক পানি সরবরাহের দায়ীত্ব বুঝে নেন। এরপর থেকেই চরম পানি সংকটে পড়েন বন্দরের বিভিন্ন এলাকার মানুষ। এই রমজান মাসেও পানির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ব্যক্তিগত ভাবে পানি বসানোদের বাড়িতে ধরনা দেন তারা। কলস, বালতি ও বোতল নিয়ে লম্বা লাইন দিয়ে দাড়িয়ে পানির জন্য অপেক্ষা করতে হয় শিশু, নারী ও বয়স্ক পুরুষদের। শুধু তাই নয় পানি সংকট সহ যত্রতত্র ময়লার ভাগার ও মশা-মাছির উপদ্রবের শিকার নাসিকবাসী। দ্রুত পানি সংকট সহ সকল সমস্যার সমাধান চান স্থানয়ী বাসিন্দারা।
নাগরিক সকল দুর্ভোগ সমাধান সহ আন্তরিক হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা এলাকাবাসী ও সচেতন মহলের।
স্থানীয় নারী পুরুষেরা জানান, রোজার মাসেও পানি পাচ্ছি না। দুর থেকে ব্যক্তিগত উদ্যেগে কল বসানো লোকের বাসা থেকে পানি নিতে হয়। দ্রুত পানি সরবরাহ সহ সকল সমস্যার সমাধান চান স্থানীয়রা।
সচেতন মহল জানান, সাবেক মেয়র আইভীর কাছে একাধীকবার জানানোর পরও কোনো সমাধান করেনি বরং গালিগালাজ করেছে মেয়র।
এদিকে নাসিক কর্তৃপক্ষের অর্থাৎ প্রশাসক ও সিইও এর বক্তব্য নিতে গেলে তারা কথা বলতে রাজি হননি। তাদের কাছে একাধীকবার গিয়েছেন এই প্রতিবেদক কিন্তু কর্তৃপক্ষ কোনো মূল্যায়ন করেননি।