1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা নামলো ১০ ডিগ্রির নিচে - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন

পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা নামলো ১০ ডিগ্রির নিচে

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
শৈত্যপ্রবাহ/শীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা আবারও ১০ ডিগ্রির নিচে নেমে এসেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শীতের এমন তীব্রতায় বেড়েছে শীতজনিত রোগবালাই। বিশেষ করে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের মতো রোগে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ।

গতকাল সোমবার (১৩ জানুয়ারি) তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু একদিনের ব্যবধানে তাপমাত্রা কমে ফের ১০ ডিগ্রির নিচে নেমে আসায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, “দুই দিন তাপমাত্রা বাড়ার পর আজ আবার কমে গেছে। মঙ্গলবার ভোর ৬টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা রয়েছে।”

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। দিনের বেশিরভাগ সময় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে। প্রতিটি ঘরেই কেউ না কেউ সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্টে আক্রান্ত। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি শীতজনিত রোগে ভুগছেন।

শীতের কারণে আয়-রোজগারও কমেছে নিম্নআয়ের মানুষের। বিশেষ করে ভ্যানচালক, দিনমজুর, পাথর শ্রমিক, চা শ্রমিকদের কাজকর্মে বাধা সৃষ্টি হচ্ছে। তারা বলছেন, “তাপমাত্রা উঠানামা করছে। সকালে হাড় কাঁপানো শীত। রোদ উঠলেও হিমেল বাতাস কষ্ট বাড়িয়ে দিচ্ছে। পরিবারে কারও না কারও জ্বর-সর্দি হচ্ছে। আর্থিকভাবে বিপাকে পড়েছি আমরা।”

স্থানীয় ভ্যানচালক সোলায়মান বলেন, “সকালে কাজে বের হতে পারছি না। ঘর থেকে বের হলেই ঠান্ডায় কষ্ট হয়। যেসব দিন কাজ করতে পারি না, সেদিন ঘরে খাবারও জোটে না।”

দিনমজুর নাজমুল হক বলেন, “আমার দুই ছেলে শীতজনিত জ্বরে ভুগছে। ওষুধ কিনতে পারছি না। একদিকে কাজ নেই, অন্যদিকে চিকিৎসা খরচ বেড়ে যাচ্ছে। আমরা খুব বিপদে আছি।”

মঙ্গলবার সকালে বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে শতকরা ৯৯ ভাগ। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে রোদ উঠেছে। তবে ঠান্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা কমেনি।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন শীতকালে বাচ্চা ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নিতে। গরম কাপড় পরিধান ও সঠিক পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি শীতজনিত রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করতে বলা হচ্ছে।

শীতের এমন আবহাওয়ায় নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। দ্রুত ত্রাণ ও চিকিৎসা সহায়তা বাড়ানোর দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ চলছে এবং শীতজনিত রোগে বাড়ছে দুর্ভোগ। সরকারি-বেসরকারি উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট