1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ে গণতন্ত্রের দ্বার উন্মোচন: বদিউল আলম মজুমদার - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন

পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ে গণতন্ত্রের দ্বার উন্মোচন: বদিউল আলম মজুমদার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
বদিউল আলম মজুমদার
বদিউল আলম মজুমদার

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের দুটি ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, ‘এই রায়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটি গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো।’

আজ মঙ্গলবার হাইকোর্ট পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের মৌলিক কাঠামো গণতন্ত্রের পরিপন্থী উল্লেখ করে তা বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে ৭ক, ৭খ ও ৪৪ (২) অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে বাতিল ঘোষণা করা হয়।

২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস হয় এবং ৩ জুলাই গেজেট আকারে প্রকাশ করা হয়। এই সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়। এর বিরুদ্ধে ১৮ আগস্ট বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট আবেদন করেন।

হাইকোর্টে রিটের প্রাথমিক শুনানি শেষে গত ১৯ আগস্ট রুল জারি করা হয়। রুলে পঞ্চদশ সংশোধনী আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কেন ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। শুনানিতে বিএনপি, গণফোরাম, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিরা ইন্টারভেনার হিসেবে যুক্ত হন।

হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘আমি খুব উৎফুল্ল, আনন্দিত এবং অত্যন্ত সন্তুষ্ট এই রায়ে। এটি একটি ঐতিহাসিক ও সেমিনাল রায়।’ তিনি আরও বলেন, এই রায়ের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ এবং গণতন্ত্র ফিরে আসার দ্বার উন্মোচিত হয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, গণতন্ত্র কার্যকর হবে কি না, তা নির্ভর করবে রাজনীতিবিদদের আচরণ ও দেশের নাগরিকদের করণীয়র ওপর। গণতন্ত্র ফিরে আসতে হলে সবার উচিত নিজেদের অবস্থান পরিবর্তন করা এবং দায়িত্বশীল আচরণ করা।

বদিউল আলম মজুমদার বলেন, দুইভাবে কর্তৃত্ববাদী সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথমত, ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচনব্যবস্থা নিশ্চিত করা হয়। দ্বিতীয়ত, সংবিধানে ৭ (ক) অনুচ্ছেদ যুক্ত করে জনগণের মতপ্রকাশ ও সমালোচনার অধিকার খর্ব করা হয়।

তিনি বলেন, ‘আমরা চরম প্রতিকূল অবস্থাতেও সত্যের পক্ষে লড়েছি। আদালত আমাদের কৃতজ্ঞতা জানিয়েছেন এবং দেশের নাগরিকদের পক্ষে আমাদের এই লড়াইকে স্বীকৃতি দিয়েছেন।’

বদিউল আলম মজুমদার এই রায়ের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তবে তিনি সবাইকে আহ্বান জানান, ‘গণতান্ত্রিক পরিবর্তনের জন্য নিজেদের মধ্যে দায়িত্বশীলতা ও আচরণে পরিবর্তন আনতে হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট