পটুয়াখালীর দুমকী উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ে গাছ উপড়ে পড়ে দুইজন আহত হয়েছেন, বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি এবং উপড়ে পড়েছে সহস্রাধিক গাছ।
সোমবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার রাজাখালী ও চরবয়ড়া এলাকার ওপর দিয়ে এই কালবৈশাখী ঝড় বয়ে যায়। মুহূর্তের ঝড়ে সৃষ্টি হয় আতঙ্ক, লণ্ডভণ্ড হয়ে যায় বসতঘর, কৃষি জমি ও গাছপালা।
ঝড়ের সময় রাজাখালী ফার্মগেট এলাকার পশ্চিম পাশে দুমকী-বগা-বাউফল মহাসড়কে একটি মাহিন্দ্রা গাড়ি যাত্রীসহ একটি গাছের নিচে আশ্রয় নেয়। কিন্তু ঝড়ের তাণ্ডবে একটি বিশাল রেইনট্রি গাছ উপড়ে পড়ে মাহিন্দ্রা গাড়িটিকে চাপা দেয়। এতে বাউফলগামী এক যাত্রী এবং ড্রাইভার হানিফ হাওলাদার (৩৫) গুরুতর আহত হন এবং গাড়ির ভেতরে আটকে পড়েন।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
গাছ পড়ার ফলে মহাসড়কের দুপাশে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় তিন ঘণ্টা পর গাছটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় রাস্তার উপর পড়ে থাকা গাছ সরিয়ে ফেলি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
এই ঝড়ে স্থানীয় মানুষ ব্যাপক ভোগান্তির শিকার হন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি, তবে স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।