1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
পদ্মায় ধরা পড়ল ৪২ কেজির বিরল বাগাড় মাছ, ৭৬ হাজার টাকায় বিক্রি - RT BD NEWS
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

পদ্মায় ধরা পড়ল ৪২ কেজির বিরল বাগাড় মাছ, ৭৬ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
৪২ কেজির বিরল বাগাড় মাছ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ। সোমবার সকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার এক জেলের ফাসন জালে মাছটি ধরা পড়ে। পরে দুপুরে মাছটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখের কাছে বিক্রি করা হয়।

স্থানীয় জেলেদের মতে, শুষ্ক মৌসুমে পদ্মা ও যমুনা নদীর পানি কমে যাওয়ায় নদীর গভীর স্থানে বড় মাছ ধরা পড়ছে। সোমবার সকাল ৮টার দিকে মানিকগঞ্জের এক জেলের জালে ধরা পড়ে এই বিরল বাগাড়। মাছটির ওজন ছিল ৪১ কেজি ৬০০ গ্রাম।

মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, তিনি মাছটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৭১ হাজার ৪০০ টাকায় কেনেন। পরে সিলেট অঞ্চলের এক লন্ডনপ্রবাসীর কাছে কেজিপ্রতি ১০০ টাকা লাভে ৭৫ হাজার ৬০০ টাকায় মাছটি বিক্রি করেন।

বাগাড় মাছ আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী একটি মহাবিপন্ন প্রজাতি। বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী এই মাছ ধরা, শিকার করা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। তবে আইন থাকা সত্ত্বেও এর বাস্তবায়ন তেমন কার্যকর নয়। ফলে বাগাড় শিকার এবং প্রকাশ্যে বিক্রি অব্যাহত রয়েছে।

পরিবেশবিদরা বাগাড় মাছের এভাবে শিকার ও বিক্রিকে দেশের জীববৈচিত্র্যের জন্য হুমকি হিসেবে দেখছেন। তারা দ্রুত আইন বাস্তবায়ন এবং এই মহাবিপন্ন প্রজাতির সংরক্ষণের আহ্বান জানিয়েছেন।

রাজবাড়ীর পদ্মা নদীতে বিরল বাগাড় ধরা পড়ার এই ঘটনা স্থানীয় মানুষের আগ্রহ তৈরি করেছে, তবে এটি পরিবেশ সুরক্ষার জন্য সতর্ক সংকেত হিসেবে দেখা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট