1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
পহেলা বৈশাখের আগেই ডিসি হিলে হামলা - RT BD NEWS
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন হাওর অঞ্চলে বৈষম্য দূর ও প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থে ইজারা প্রথা বাতিলের আহ্বান বিলাসবহুল পণ্যের আড়ালে ‘মেইড ইন চায়না’: ফাঁস হলো গুচি-প্রাডার উৎপাদন রহস্য আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার: নাহিদ ইসলাম

পহেলা বৈশাখের আগেই ডিসি হিলে হামলা

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
পহেলা বৈশাখের আগেই ডিসি হিলে হামলা

চট্টগ্রাম নগরের ঐতিহাসিক ডিসি হিলে পহেলা বৈশাখ উপলক্ষে সাজানো মঞ্চ, প্যান্ডেল, চেয়ার ও ব্যানারসহ নানা আনুষঙ্গিক সরঞ্জাম ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হামলা চালানো হয়। ঘটনায় চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে তীব্র উদ্বেগ ও ক্ষোভ। প্রতিবাদস্বরূপ পহেলা বৈশাখের দিন ডিসি হিলে সকল অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা।

আয়োজকদের মতে, বৈশাখের আগের দিন সন্ধ্যায় ৪০-৫০ জন যুবক একযোগে মঞ্চে আক্রমণ চালিয়ে ভাঙচুর করে। হামলায় ক্ষতিগ্রস্ত হয় মঞ্চ, প্যান্ডেল ও সামনের চেয়ারসহ পুরো আয়োজন। চট্টগ্রামের “সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ” কয়েক সপ্তাহ ধরে বর্ষবরণের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা জানিয়েছেন, সোমবার সকাল থেকে বর্ষবরণ অনুষ্ঠান শুরুর কথা থাকলেও হামলার কারণে সেটি আর হচ্ছে না।

পরিষদের অন্যতম সংগঠক প্রণব চৌধুরী বলেন, “পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনের পূর্বপ্রস্তুতি হিসেবে আমরা ডিসি হিলজুড়ে সাজসজ্জা করেছিলাম। কিন্তু দুর্বৃত্তরা এসে সমস্ত আয়োজন তছনছ করে দিয়েছে। এটি শুধু আয়োজন নয়, আমাদের সংস্কৃতির ওপরই সরাসরি আঘাত।”

ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে আটক করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানিয়েছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত টিম পাঠিয়েছি। হামলার কারণ এবং কারা এই হামলায় জড়িত, তা জানার চেষ্টা চলছে।”

ডিসি হিলের আয়োজন বাতিল ঘোষণা করেছেন সাংস্কৃতিক কর্মীরা। সমন্বয়কারী সুচরিত দাশ খোকন বলেন, “এভাবে আমাদের সংস্কৃতি চর্চার জায়গায় হামলা চালানো হয়েছে। তাই প্রতিবাদস্বরূপ এবারের বৈশাখী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আমরা চরম হতাশ।”

চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে এমন সহিংস ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সকলেই একমত যে, বর্ষবরণের আগের রাতে এমন হামলা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং জাতীয় ঐতিহ্যের ওপর আঘাত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট