গত ২২ এপ্রিল ভারতের কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক। স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর এই হামলায় ভারতের সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকারাও প্রকাশ করেছেন তীব্র শোক ও ক্ষোভ।
এই ঘটনার রেশ ধরে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে উঠেছে পাকিস্তানি শিল্পীদের বয়কটের দাবি। দক্ষিণী চলচ্চিত্র জগতও বাদ যায়নি এই ক্ষোভের ঢেউ থেকে। আর এই বয়কটের প্রভাব গিয়ে পড়ে দক্ষিণী অভিনেত্রী ইমান ইসমাইলের উপর, যাকে অনলাইনে ‘পাকিস্তানের মেয়ে’ বলে চিহ্নিত করে কটাক্ষ করা শুরু হয়েছে। এমনকি তাকে ভারত ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পোস্টে মুখ খুলেছেন অভিনেত্রী ইমান। তিনি লিখেছেন, “কাশ্মীরের পেহেলগামের ঘটনার তীব্র নিন্দা জানাই। নিহতদের পরিবারদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। কিন্তু অনলাইনে আমার নাম জড়িয়ে যে ঘৃণা ও মিথ্যা ছড়ানো হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরো বলেন, “আমি পাকিস্তানের কেউ নই। আমার পরিবার ভারতের, আমি জন্মেছি লস অ্যাঞ্জেলেসে। আমি একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক, যিনি হিন্দি, তেলুগু, গুজরাটি এবং ইংরেজি ভাষায় দক্ষ।”
এই অনলাইন আক্রমণের বিপরীতে তিনি জানান, শুধুমাত্র ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে তার নামে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। ইমান বলেন, “পাক সেনা বা পাকিস্তান সরকারের সঙ্গে আমার বা আমার পরিবারের কোনো সংযোগ নেই। এই বিভ্রান্তিমূলক প্রচারণার আমি তীব্র বিরোধিতা করছি।”
কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যা ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। এই হামলার পর অনেকেই সরাসরি পাকিস্তানের মদদপুষ্ট গোষ্ঠীকে দায়ী করছেন। এতে দেশের ভেতরে আবারও পাকিস্তান বিরোধী মনোভাব তীব্র হয়, যার রেশ পড়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও।