নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ আসরের বাছাই পর্ব শুরু হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার (০৪ এপ্রিল) থেকে পাকিস্তানে। এই পর্বে অংশ নিচ্ছে ছয়টি দল— স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, ও আয়ারল্যান্ড। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড এবং গাদ্দাফি স্টেডিয়াম, লাহোরে। এখান থেকেই নির্ধারিত হবে, কারা পাবে চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট। বাছাই পর্বের সেরা দুটি দল সুযোগ পাবে মূল পর্বে অংশ নেওয়ার।
টুর্নামেন্টকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা ঘোষণা করেছে। মোট ১০ জন আম্পায়ার এবং ৩ জন ম্যাচ রেফারি দায়িত্ব পালন করবেন। এই তালিকায় গর্বের সঙ্গে রয়েছে বাংলাদেশি দুই আম্পায়ার— মাসুদুর রহমান মুকুল ও সাথিরা জাকির জেসি। এছাড়াও আম্পায়ার হিসেবে রয়েছেন পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ের প্রতিনিধিরা।
ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনটি দেশের প্রতিনিধি— আলী নাকভি (পাকিস্তান), শান্দ্রে ফ্রিৎজ (দক্ষিণ আফ্রিকা) এবং ট্রডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)। টুর্নামেন্ট চলাকালীন তারা প্রতিটি ম্যাচে নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করবেন।
নারী ক্রিকেটে বিশ্বমঞ্চে জায়গা করে নিতে বাছাই পর্বের এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারী দলগুলো এখন পুরোপুরি প্রস্তুত। বিশেষ করে বাংলাদেশ নারী দলের প্রতি দেশবাসীর রয়েছে আলাদা প্রত্যাশা। এই টুর্নামেন্ট কেবল বিশ্বকাপে খেলার সুযোগই করে দেবে না, বরং নারী ক্রিকেটের অগ্রগতির পথ আরও সুদৃঢ় করবে।