পাকিস্তানের কাসিম বন্দর থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তানি পতাকাবাহী একটি জাহাজ। বুধবার (৫ মার্চ) চট্টগ্রাম বন্দর জেটিতে ভেড়ানো হয়েছে জাহাজটি, যার নাম এমভি সিবি।
খাদ্য অধিদপ্তর জানায়, পাকিস্তান থেকে জিটুজি ভিত্তিতে ৫০ হাজার টন আতপ চাল আমদানি করা হচ্ছে। এমভি সিবি জাহাজে প্রথম চালানে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল এসেছে। বাকি চালানও খুব শিগগির বন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।
শিপিং ব্যবসায়ীদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রয়েছে। তবে গত দেড় দশকে সরকারি চুক্তির আওতায় এই প্রথম চাল নিয়ে কোনো জাহাজ এসেছে। যদিও বেসরকারিভাবে দেশটি থেকে নিয়মিত চাল আমদানি করা হচ্ছে। সম্প্রতি দুই দেশের মধ্যে প্রথমবারের মতো সরাসরি কনটেইনার জাহাজ চলাচল শুরু হয়েছে।
খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা জানান, পাকিস্তানের কাসিম বন্দর থেকে আসা এমভি সিবি চট্টগ্রাম বন্দরের সিসিটি-১ জেটিতে ভেড়ানো হয়েছে। নমুনা উত্তোলন ও পরীক্ষার কার্যক্রম শেষে জাহাজ থেকে চাল খালাস শুরু হবে।