আন্তর্জাতিক মানের মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল সম্প্রতি ব্যক্তিগত সহকারী নিয়োগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞাপন দেন। এতে মাত্র ১৫ মিনিটের মধ্যে ১০০ আবেদন জমা পড়ে, যা তাকে খানিকটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে।
পিয়া জান্নাতুল একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, "আমি একজন অত্যন্ত উৎসাহী ব্যক্তিকে ব্যক্তিগত সহকারী হিসেবে খুঁজছি। যিনি আমার সঙ্গে অফিসে এবং বাইরে- উভয়দিকেই সহযোগিতা করতে আগ্রহী থাকবেন। তবে আপনাকে নমনীয় হতে হবে এবং কাজের প্রয়োজনে ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে।"
সঙ্গে নিজের ই-মেইল অ্যাড্রেসও যুক্ত করেন, যেখানে চাকরিপ্রত্যাশীদের প্রচুর আবেদন জমা পড়তে থাকে।
পিয়া তার পোস্টে উল্লেখ করেন যে মাত্র ১৫ মিনিটে ১০০টি আবেদন জমা পড়েছে! তিনি চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে অনুরোধ করে বলেন, "অনুগ্রহ করে কাজের বিবরণ বুঝে আবেদন করুন। আপনি যদি ঢাকা বা দেশের বাইরে থাকেন, তাহলে আবেদন পাঠাবেন না। দয়া করে আপনার ও আমার- উভয়েরই সময় নষ্ট করবেন না।"
পিয়া জান্নাতুল ১৬ বছর বয়স থেকেই মডেলিংয়ে যুক্ত। তবে নেটিজেনদের নজরে আসেন তার একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে, যেখানে তাকে কালো গাউনে লাজুক হাসিতে দেখা যায়। সেই হাসিতেই রাতারাতি তিনি ন্যাশনাল ক্রাশ হয়ে ওঠেন।
২০০৭ সালে 'মিস বাংলাদেশ প্রতিযোগিতায়' বিজয়ী হয়ে মডেলিং শুরু করেন পিয়া জান্নাতুল। এরপর ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় 'ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি' এবং মিশরে 'ওয়ার্ল্ড টপ মডেল' প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার গৌরব অর্জন করেন।
চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ২০১২ সালে 'চোরাবালি' সিনেমায় 'সুজানা' চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। এরপর 'গ্যাংস্টার রিটার্নস', 'দ্য স্টোরি অব সামারা'-সহ একাধিক চলচ্চিত্রে কাজ করেন।
আইনজীবী হিসেবেও সফল তিনি। লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিস থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে উচ্চ আদালতে আইনজীবী হিসেবে কর্মরত আছেন পিয়া জান্নাতুল।