1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
পুলিশের প্রধান দায়িত্ব অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা প্রদান: আইজিপি - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন

পুলিশের প্রধান দায়িত্ব অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা প্রদান: আইজিপি

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে দলনিরপেক্ষ ও জনবান্ধব সংস্থায় রূপান্তরের লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন কাজ করে যাচ্ছে। পুলিশের মনোবল পুনরুদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর।

আইজিপি বাহারুল আলম এ কথা বলেন বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ৪০তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) ব্যাচ/২০২৩-এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।

আইজিপি তার বক্তব্যে বলেন, পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব হলো অপরাধ দমন, জনগণের সম্পত্তির নিরাপত্তা প্রদান এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখা। তিনি আরও বলেন, “আমরা পুলিশ বাহিনীকে একটি পেশাদার ও ন্যায়ভিত্তিক সংস্থা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি।”

শিক্ষানবিশ ক্যাডেট এসআইদের উদ্দেশ্যে তিনি বলেন, “পুলিশের উপপরিদর্শক (এসআই) পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, দেশের ৯০ শতাংশ ফৌজদারি অপরাধের তদন্তের দায়িত্ব আপনাদের ওপর ন্যস্ত। একটি সঠিক ও নিরপেক্ষ তদন্তই ন্যায়বিচার নিশ্চিত করতে পারে।” তিনি নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এই প্রশিক্ষণে অংশ নেন ২২ জন নারীসহ মোট ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভূঁঞা, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আলমগীর রহমান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

আইজিপি বলেন, পুলিশ বাহিনীকে আধুনিক ও জনবান্ধব করতে ধারাবাহিকভাবে সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে। এই সংস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের প্রতি পুলিশের জবাবদিহিতা বৃদ্ধি করা এবং পুলিশের কর্মকাণ্ডে সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার করা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট