বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ এর প্রথম পর্বের ২৮টি ম্যাচ শেষে প্লে-অফের সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। বাকি দলগুলোর জন্য সমীকরণ কঠিন হলেও প্রতিযোগিতার উত্তেজনা এখনো তুঙ্গে।
রংপুর রাইডার্স এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছে। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে দলটি। আরও একটি ম্যাচ জিতলেই শীর্ষ দুইয়ে থাকার বিষয়টি নিশ্চিত হবে, যা প্রথম কোয়ালিফায়ারে সরাসরি খেলার সুযোগ দেবে। রংপুরের বাকি চার ম্যাচের দুই প্রতিপক্ষ রাজশাহী, আরেকটি চিটাগং এবং অন্যটি খুলনার বিপক্ষে।
৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চিটাগং কিংস। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে পরের ম্যাচে জয় পেলেই প্লে-অফের পথে অনেকটাই এগিয়ে যাবে তারা। নিজেদের বাকি চার ম্যাচের মধ্যে দুটি জিতলেই চিটাগংয়ের প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। চিটাগংয়ের প্রতিপক্ষ হলো ঢাকা, রাজশাহী, সিলেট এবং বরিশাল।
ফরচুন বরিশাল চিটাগংয়ের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে এবং ৭ ম্যাচে সংগ্রহ করেছে ১০ পয়েন্ট। বাকি পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতলেই তারা প্লে-অফ নিশ্চিত করতে পারবে। বরিশালের বাকি ম্যাচগুলো খুলনা, সিলেট, ঢাকা এবং চিটাগংয়ের বিপক্ষে।
৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে খুলনা টাইগার্স এখনো প্লে-অফের দৌড়ে টিকে আছে। বাকি পাঁচ ম্যাচের তিনটি জিতলেই তাদের জায়গা পাকা হবে। তবে একটি বা দুটি ম্যাচ জিতলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। খুলনার প্রতিপক্ষ বরিশাল (দুটি ম্যাচ), সিলেট, রংপুর এবং ঢাকা।
৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাজশাহীর প্লে-অফ খেলা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাদের বাকি তিন ম্যাচের মধ্যে অন্তত দুটি জিততেই হবে। তবে এই দুই ম্যাচে জয় পেলেও ভাগ্য নির্ভর করবে অন্য দলের পারফরম্যান্সের ওপর। রাজশাহীর দুই প্রতিপক্ষ রংপুর এবং সিলেট।
ঢাকা ক্যাপিটালস ৯ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ দৌড়ে পিছিয়ে আছে। হাতে থাকা তিন ম্যাচের একটিতে হারলেই তাদের স্বপ্ন ভেঙে যাবে। ঢাকার বাকি প্রতিপক্ষ হলো চিটাগং, বরিশাল এবং খুলনা।
৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সিলেট স্ট্রাইকার্সের অবস্থাও ঢাকার মতোই। খুলনার বিপক্ষে পরের ম্যাচে জয় না পেলে তাদের প্লে-অফ আশা ক্ষীণ হয়ে যাবে। সিলেটের বাকি চার ম্যাচের প্রতিপক্ষ খুলনা, বরিশাল, রাজশাহী এবং চিটাগং।
৪২ ম্যাচের প্রথম পর্বের শেষে কোন চারটি দল প্লে-অফে জায়গা করে নেবে, তা দেখার জন্য অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে চিটাগং, বরিশাল এবং খুলনার মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের আশা করা হচ্ছে।