দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন) পরিচালকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল (বুধবার) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি ফাইন্যান্স কোম্পানির পরিচালকের অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শুধু ডিগ্রিই নয়, কোম্পানি পরিচালনার জন্য প্রাসঙ্গিক মৌলিক জ্ঞান ও দক্ষতাও থাকতে হবে। এটি প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা নিশ্চিত করার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো বিকল্প পরিচালক বা প্রতিনিধি পরিচালক নিয়োগের ক্ষেত্রেও একই শিক্ষাগত যোগ্যতা ও উপযুক্ততা মানতে হবে। বিকল্প পরিচালক মূল পরিচালকের হয়ে দায়িত্ব পালন করবেন বিধায়, তার ক্ষেত্রেও যোগ্যতা ও দক্ষতা নির্ধারণের বিষয়টি সমানভাবে প্রযোজ্য হবে।
প্রতিনিধি পরিচালকদের ক্ষেত্রেও স্বতন্ত্র পরিচালকের মতো যোগ্যতা ও উপযুক্ততা যাচাই করতে হবে। এতে প্রতিষ্ঠানের পরিচালনায় পেশাদারিত্ব ও জবাবদিহিতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এ বিষয়ে আগের জারি করা অন্যান্য নির্দেশনা বলবৎ থাকবে এবং নতুন নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োগ করা হবে।