1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বড় পর্দায় মেহজাবীনের অভিষেক রহস্যময় 'প্রিয় মালতী' - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন

বড় পর্দায় মেহজাবীনের অভিষেক রহস্যময় ‘প্রিয় মালতী’

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
মেহেজাবিন

অপেক্ষার অবসান হলো! ছোট পর্দা ও ওটিটিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় মালতী’

এই ছবিতে মেহজাবীন অভিনয় করেছেন মালতী রানী দাশ নামে একজন সংগ্রামী নিম্ন-মধ্যবিত্ত নারীর চরিত্রে। মালতী ও তাঁর স্বামী পলাশ কুমার দাশের জীবনে নতুন অধ্যায় শুরু হলেও সেটি দীর্ঘস্থায়ী হয়নি। বিবাহবার্ষিকীর আনন্দময় মুহূর্তে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড তাঁদের জীবনের ছন্দকে এলোমেলো করে দেয়।

প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন তরুণ পরিচালক শঙ্খ দাশগুপ্ত। তিনি বলেন, ‘মালতীর চরিত্রটি শুধু একজন নারীর সংগ্রামের গল্প নয়। এটি সমাজের প্রচলিত নিয়ম এবং নারীর অবস্থানকে চ্যালেঞ্জ করার গল্প।’

ছবির গল্প সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। শঙ্খ দাশগুপ্ত আরও জানান, ‘মালতীর লড়াই শুধু ব্যক্তিগত নয়, এটি সমাজের অনেক নারীর অভিজ্ঞতার প্রতিচ্ছবি। জীবনসংগ্রামের পাশাপাশি ধর্মীয় রীতিনীতি এবং সামাজিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধেও মালতী সংগ্রাম করেছে।’

ছবিটির প্রযোজনায় ছিলেন আদনান আল রাজীব। তিনি বলেন, ‘আমরা খুব পরিশ্রম করেছি, আশা করছি দর্শক ছবিটি পছন্দ করবেন। যাঁরা গল্পনির্ভর সিনেমা পছন্দ করেন এবং অনেক দিন প্রেক্ষাগৃহে আসেননি, তাঁদের বলব, প্রিয় মালতী দেখতে প্রেক্ষাগৃহে আসুন।’

১৫ বছরের অভিনয় জীবনে মেহজাবীনের প্রথম চলচ্চিত্র মুক্তি পাচ্ছে দেশের সিনেমা হলে। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘এটি আমার প্রথম সিনেমা। তাই এই অনুভূতিটা একদম আলাদা। আমি অপেক্ষা করছি প্রিয়জনদের সঙ্গে এটি দেখার এবং উদ্‌যাপন করার জন্য।’

ছবিতে মেহজাবীনের পাশাপাশি অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট প্রমুখ। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ছবিটির শুটিং হয়েছে।

মুক্তির আগেই ছবিটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে প্রদর্শিত হয়েছে। দুই উৎসবেই ছবিটি ব্যাপক প্রশংসা অর্জন করেছে। নির্মাতারা জানান, দেশীয় প্রেক্ষাপটে তৈরি এই গল্প সহজেই বিদেশি দর্শকদের মন ছুঁয়েছে।

‘প্রিয় মালতী’ এমন একটি ছবি, যা শুধু বিনোদন নয়, দর্শকদের ভাবনার খোরাকও জোগাবে। যারা গল্পনির্ভর সিনেমা পছন্দ করেন, তাদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে। ২০ ডিসেম্বর থেকে প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে দর্শকদের আমন্ত্রণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট