নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক জুম্মান ওরফে পিস্তল জুম্মানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ২৩ ফেব্রুয়ারি রাতে বন্দর উপজেলার কল্যান্দি এলাকায় তাঁর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জুম্মান ওরফে পিস্তল জুম্মান কল্যান্দি এলাকায় ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে জুম্মানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগের মামলা সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।