পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার বলিউডে অভিষেক করতে যাচ্ছেন। চলতি বছরেই প্রথম বলিউড সিনেমায় দেখা যাবে তাকে। সম্প্রতি, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে নতুন একটি লুকে দেখা গেছে।
ছবিগুলিতে হানিয়া কালো রঙের ট্রাউজার, একটি হুডি, লাল রঙের জ্যাকেট এবং সাদা-লাল টুপি পরিহিত অবস্থায় ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। আরও একটি ছবিতে তাকে একটি সুন্দর অরণ্যের পাশে নির্মল হ্রদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা তার ফ্যানদের মাঝে আরও কৌতূহল সৃষ্টি করেছে।
হানিয়া এই ছবিগুলির ক্যাপশনে লিখেছেন, "এটি চিরকালের মধ্যে কি?" যা কিছুটা রহস্যময় করে তুলেছে। ছবিগুলিতে তার নতুন লুক দেখে অনেকেই অনুমান করছেন যে, তিনি সম্ভবত লন্ডনে কোনো মিউজিক অ্যালবামের শ্যুটিং করছেন। অন্যদিকে, কিছু মানুষ মনে করছেন যে, এটি হতে পারে দিলজিৎ দোসাঞ্জের 'সর্দার জি থ্রি' সিনেমার শ্যুটিং।
'সর্দার জি' সিরিজের প্রথম পর্ব ২০১৫ সালে মুক্তি পায় এবং তার পরে ২০১৬ সালে মুক্তি পায় দ্বিতীয় পর্ব। তবে, সর্দার জি সিরিজের তৃতীয় পর্ব ২০২৫ সালের ২৭ জুন মুক্তি পাওয়ার কথা। এর মধ্যে, হানিয়া আমির এই সিনেমার মাধ্যমে বলিউডে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন।
সম্প্রতি, হানিয়া দিলজিৎ সিংয়ের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যা তার ফ্যানদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। এদিকে, কিছুদিন আগে হানিয়া পাকিস্তানে দিলজিৎ সিংয়ের একটি কনসার্টে অংশগ্রহণ করেছিলেন, যেখানে তিনি সোশ্যাল মিডিয়ায় কনসার্টের কিছু মুহূর্ত শেয়ার করে লিখেছিলেন, "অসাধারণ একটি রাত ছিল। অনেক ভালোবাসা, শ্রদ্ধা। একটাই তো আমার মন, কতবার চুরি করবেন আপনি?"
এদিকে, দিলজিৎ দোসাঞ্জ বর্তমানে তার নতুন সিনেমা ‘বর্ডার টু’ সিনেমার শ্যুটিং নিয়ে খুবই ব্যস্ত। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন বরুণ ধাওয়ান, সানি দেওল এবং অহন শেট্টি। ‘বর্ডার ২’ ছাড়াও, তিনি ‘নো এন্ট্রি ২’ সিনেমাতেও অভিনয় করবেন।
এখন দেখার বিষয়, হানিয়া আমির বলিউডে কেমন প্রভাব ফেলতে পারেন এবং তার নতুন সিনেমায় তিনি কীভাবে দর্শকদের মুগ্ধ করেন!