অল্প বয়সে মাথায় টাক পড়লে কার ভাল লাগে! চুল পড়া আটকাতে আজকাল অনেকেই অনেক রকম টোটকা প্রয়োগ করেন। চুলের যত্নে কোনও কমতি থাকে না। সঠিক ডায়েট, নিয়মিত শ্যাম্পু এবং কন্ডিশনিং ছাড়াও ঘরোয়া পদ্ধতিতে অনেকে চুলের যত্ন নেন। তাতে চুল পড়া বন্ধ হয়ে চুলের বৃদ্ধি ঘটায়। কিন্তু তাতেও অনেকে টাক পড়ার মতো সমস্যায় ভোগেন। চুল পড়া বন্ধ হয়ে টাকমাথায় আবার চুল গজাক তা কে না চায়! তবে এর জন্য আছে উপায়।
রোজমেরি তেল চুলের বৃদ্ধি বাড়াতে দুর্দান্ত একটি প্রাকৃতিক উপায়। চুলের বৃদ্ধির জন্য খুবই উপকারী। এই তেলে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ। ফলে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে। চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে।
বিশেষজ্ঞরা বলেন, রোজমেরি তেল চুল গজানোর জন্য দুর্দান্ত প্রাকৃতিক উপায়। টাক পড়ার সমস্যার ভাল সমাধান। রোজমেরি তেল মাথাব্যথা, অনিদ্রা, মানসিক চাপ কমাতে সাহায্য করে। এই তেল মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি এবং উন্নত করতে সাহায্য করে। যা ফলিকলকে পুষ্টি জোগায়। স্বাস্থ্যকর চুলের বৃদ্ধির দিকে নিয়ে যায় এবং এমনকী চুলের ফলিকলকেও বন্ধ করে দেয়। রোজমেরি তেল ব্যবহারের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
মাথার ত্বকে কয়েক ফোঁটা রোজমেরি তেল ম্যাসাজ করে কয়েক ঘণ্টা রেখে দিন। এই তেল অন্য কোনও তেলের সঙ্গে মিশিয়ে বা শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন। এটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করা যেতে পারে। তবে এই পদ্ধতিটি অবলম্বন করে কিছুটা ধৈর্য ধরতে হবে। কারণ চুল গজাতে সামান্য সময় লাগতে পারে কিন্তু কাজে দেবে কারণ ধৈর্য্যের ফল মিঠা হয়।