বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সর্বমোট ১৩,২৫৮ জন প্রার্থী এই ধাপে উত্তীর্ণ হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতের দিকে বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। এর আগে, একই দিন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি বছরের এমসিকিউ পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ৪০,৬২৭ জন উপযুক্ত প্রার্থী। উত্তীর্ণরা এখন পরবর্তী ধাপ—লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন।
বাংলাদেশে একজন প্রার্থীকে পূর্ণাঙ্গ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে হলে বার কাউন্সিলের তিনটি ধাপে উত্তীর্ণ হতে হয়:
এমসিকিউ (MCQ) পরীক্ষা
লিখিত পরীক্ষা
মৌখিক (Viva Voce) পরীক্ষা
এই তিনটি ধাপ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীকে জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে পেশাগত আইনজীবী হিসেবে কাজ করার অনুমতি দেওয়া হয়।
বার কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিগগিরই লিখিত পরীক্ষার সময়সূচি জানানো হবে এবং তা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।