বিএনপি কখনো ‘আগে নির্বাচন, পরে সংস্কার’—এমন কথা বলেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "বিএনপি বলেছে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন, তা করতে হবে। কারণ, এই সংস্কারের প্রথম দাবি তুলেছিল বিএনপি।"
বুধবার (২ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও শহরের তাতিপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, বিএনপি আগে নির্বাচন চায়, তারপর সংস্কার চায়। আবার কেউ কেউ বলছেন, বিএনপি সংস্কার চায় না, কেবল নির্বাচন চায়। যা সম্পূর্ণ মিথ্যা।"
তিনি আরও বলেন, "এ ধরনের অপপ্রচার চালিয়ে জনগণের মাঝে ভুল ধারণা তৈরি করা হচ্ছে।"
বিএনপি মহাসচিব বলেন, "আমরা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকে সম্মান করি। যারা সংস্কারের পক্ষে এসেছেন, তাদের শ্রদ্ধা করি। তবে তারা যদি জনগণের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে বিএনপি সেটাকে সমর্থন করবে না।"
গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, "গণতন্ত্রই রাষ্ট্র পরিচালনার সর্বোত্তম ব্যবস্থা। কিন্তু কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় এসে স্বৈরাচারী আচরণ করে, তাহলে জনগণই তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেয়। আওয়ামী লীগের ক্ষেত্রেও সেটাই ঘটছে।"
মতবিনিময় সভায় বিএনপির জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।