পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির সভাপতি মাস্টার নিহার রঞ্জন মজুমদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী বরিশাল বিভাগীয় আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের উদ্যোগ নেওয়া হবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে আশ্বাস দিয়েছেন। এছাড়া শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো প্রণয়ন করার পরিকল্পনাও রয়েছে। তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে দেশের শিক্ষার মান উন্নত হয় এবং শিক্ষকরা ভালো থাকেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ দিলীপ কুমার ও মৃণাল কান্তি সিকদার। সভার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার সুব্রত সমাদ্দার।