বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার অন্তিম পর্বে পৌঁছে গেছে। অপেক্ষা শুধু গ্র্যান্ড ফাইনালের। কিন্তু শিরোপা লড়াইয়ের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচ শুরুর সময় পরিবর্তনের ঘোষণা দিয়েছে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় ফাইনাল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নতুন ঘোষণায় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ম্যাচের সময়।
নতুন সূচি: শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হবে।
বৃহস্পতিবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সময় পরিবর্তনের সিদ্ধান্ত জানানো হয়।
গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হবে, ফরচুন বরিশাল (ডিফেন্ডিং চ্যাম্পিয়ন), চিটাগাং কিংস (প্রথম শিরোপার অপেক্ষায়)।
গত আসরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতেছিল বরিশাল। এবারও সেই শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে তারা। অন্যদিকে, প্রথমবারের মতো ফাইনালে উঠে ইতিহাস গড়ার অপেক্ষায় রয়েছে চিটাগাং কিংস।
তামিম ইকবালের কৌশল: “যে দল বেশি শান্ত থাকবে, সেই জিতবে”
বৃহস্পতিবার মিরপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ফাইনাল নিয়ে নিজের মতামত দিয়েছেন।
তামিম বলেন, “যে দল বেশি শান্ত থাকবে, তাদের জেতার সম্ভাবনা বেশি। ফাইনাল ম্যাচ নিয়ে বেশি কিছু ভাবার দরকার নেই। নার্ভাসনেস দূর করতে পারলেই সেরা পারফরম্যান্স দেওয়া সম্ভব।”
তিনি আরও যোগ করেন, “আমি এবার কোয়ালিফায়ারে অনেক চাপ অনুভব করেছি। তবে ফাইনালে অতিরিক্ত চাপ না নিয়ে স্বাভাবিক খেলার চেষ্টা করবো।”
তামিম ইকবাল (বরিশাল) – অভিজ্ঞ ওপেনার, দলের অন্যতম প্রধান ভরসা।
মুশফিকুর রহিম (বরিশাল) – দলের মিডল অর্ডারের স্তম্ভ, চাপের মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।
আফিফ হোসেন (চিটাগাং কিংস) – টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে, ম্যাচ উইনার হওয়ার ক্ষমতা রাখেন।
মুস্তাফিজুর রহমান (চিটাগাং কিংস) – ফাইনালের মঞ্চে রাজত্ব করতে পারেন কাটার মাস্টার।
বিপিএলের শিরোপা কার ঘরে যাবে? বরিশাল নাকি কিংসের প্রথমবারের স্বপ্ন পূরণ হবে?
উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সব প্রশ্নের উত্তর মিলবে শুক্রবার সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।