1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বিস্ফোরক মামলায় পিরোজপুরে মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার : জেল হাজতে প্রেরণ - RT BD NEWS
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানিতে ক্রয় কমিটির অনুমোদন বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয় নিশ্চিত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বিএসএফ খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে পুশইন মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ ব্যয়ে বরাদ্দ পেতে সাত শর্ত কাশ্মীরে হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, নিহত বহু পুলিশের মামলায় গণগ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য গ্রাম ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা, পলাতক স্বামী কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরী উদ্ধারে গিয়ে হামলার শিকার যশোরের ৩ পুলিশ সদস্য প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার আমরণ অনশন

বিস্ফোরক মামলায় পিরোজপুরে মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার : জেল হাজতে প্রেরণ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
পিরোজপুরের কুমারখালী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলীম (৫২)
বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় পিরোজপুরের কুমারখালী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলীম (৫২)কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শনিবার (৫এপ্রিল) গভীর রাতে পিরোজপুর সদর থানা পুলিশ শহরের পশ্চিম শিকারপুর এলাকা তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করেন।
সদর থানা সূত্রে জানা যায়, উত্তর শিকারপুর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম ২৫/৩/২০২৫ ইং তারিখে পিরোজপুর সদর থানায় অভিযুক্ত আব্দুল আলীমের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ১৯৮০ এর ৩/৪/৬ ধারায় এবং পেনাল কোডের ধারা ১৪৩/৩৪১/৩২৩/৪২৭- এ মামলা দায়ের করেন, যাহার মামলা নং ১৯/২০২৫
অভিযুক্ত আব্দুল আলিম পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের সাত বেকুটিয়া গ্রামের মৃত:আব্দুর রহমানের ছেলে এবং সদর উপজেলার কুমারখালী মাহমুদিয়া নেছারিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন।
এ ব্যাপারে ঐ মাদ্রাসার স্থগিতকৃত অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন গাজী বলেন, “মাওলানা আব্দুল আলীম জুনিয়র শিক্ষক হয়েও ক্ষমতার দাপটে অবৈধ স্কেল গ্রহণ করে সহকারী অধ্যাপক হয়েছেন, ৮ম শ্রেণীর ছাত্রীকে মিথ্যা প্রলোভন দিয়ে বিয়ে করা,বাইতুল আইতাম শিশু সদনে ইয়াতিম না রেখে ক্যাপিটেশন গ্রান্টের অর্থ আত্মসাৎ,ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন ফান্ডের অর্থ আত্মসাৎ সহ বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে”।
মামলার বাদি সিরাজুল ইসলাম বলেন,অভিযুক্ত আব্দুল আলীম গ্রেপ্তার হওয়ার পর আসামির আত্মীয়-স্বজনরা আমার বাসায় এসে দেখে নেওয়া সব নানা ধরনের হুমকি ধামকি দিয়ে গেছে, আমি সদর থানায় অবহিত করেছি।
পিরোজপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, আব্দুল আলিম বিস্ফোরক দ্রব্য মামলা আইনে এজাহার ভুক্ত আসামি,তাকে শনিবার গভীর রাতে পশ্চিম শিকারপুর তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট