ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিধাবিভক্ত একটি পক্ষ আগামী ১৮ জানুয়ারি বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের মাঠে দ্বি-বার্ষিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিয়েছে। তবে, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠটি কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) নীতিমালার আওতায় রয়েছে, যা সরকারের স্পর্শকাতর স্থাপনা হিসেবে শ্রেণিবদ্ধ। এই কারণে সম্মেলন আয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি এবং সেখানকার শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত হয়ে গেছে।
এ প্রসঙ্গে, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ ইতোমধ্যে পেট্রোবাংলা চেয়ারম্যান বরাবর চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে সম্মেলন আয়োজন কেপিআই নীতিমালার লঙ্ঘন হতে পারে, যেহেতু এই এলাকায় রয়েছে গ্যাস কূপ এবং কর্মকর্তাদের আবাসিক কোয়ার্টার। এদিকে, স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান জানান, প্যান্ডেল নির্মাণের কারণে শিক্ষার্থীরা তাদের প্রাত্যহিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা করতে পারছে না।
এছাড়া, বিএনপির এই পক্ষটি সম্মেলনের জন্য ২৩ ডিসেম্বর বিজিএফসিএল'র ব্যবস্থাপনা পরিচালককে অনুমতি চেয়ে আবেদন করেছিল, কিন্তু পরবর্তীতে ১৮ জানুয়ারি সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়। তবুও, অনুমতি নেওয়া হয়নি।
এই পরিস্থিতিতে, বিজিএফসিএল'র মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান জানালেন, তারা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছেন। এর পাশাপাশি, কিছু নেতা অভিযোগ করেছেন যে, সম্মেলনটি মূলত দলের একটি অংশের নেতাকর্মীদের বাদ দিয়ে শহরতলিতে আয়োজন করা হয়েছে।
বিষয়টি নিয়ে জেলা বিএনপির সদস্যসচিব সিরাজুল ইসলাম সিরাজ দাবি করেছেন, স্কুল মাঠটি কেপিআইভুক্ত নয় এবং সম্মেলন শেষে প্যান্ডেল সরিয়ে ফেলা হবে। তবে, রাজনৈতিক বিবদমান দলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে।