পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিষ্ঠিত অরাজনৈতিক সামাজিক উন্নয়নমূলক দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস)।
রোববার (৮ ডিসেম্বর) সকালে ভাণ্ডারিয়ার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গুচ্ছগ্রাম, আশ্রয়ণ প্রকল্পসহ স্থানীয় অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন জাতীয় পার্টি-জেপির নেতা ও বিশিষ্ট সমাজসেবক মো. মজিবুর রহমান চৌধুরি। তার সঙ্গে ছিলেন ইউনিয়ন সচিব শ্যামল কৃষ্ণ রায় এবং স্থানীয় জেপি নেতৃবৃন্দ।
দুপুরে ভিটাবাড়িয়া ইউনিয়নের সেনেরহাট বাজারে স্থানীয় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে অংশ নেন ভিটাবাড়িয়া ইউনিয়নের জেপি সভাপতি মো. রেজা আহম্মেদ দুলাল, যুবসংহতির সভাপতি মো. মামুন হাওলাদার, মো. নাসির উদ্দিন, এবং জেপি মহিলা পার্টির নেত্রী অনামিকা চক্রবর্তী ও নাসিমা আক্তার।
বিকেলে ভাণ্ডারিয়া উপজেলা সদরে সড়ক ও জনপথ বিভাগের বাংলো প্রাঙ্গণে পৌর শহরের আবাসন প্রকল্প, জাপানি ব্রাক ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেপি নেতা মো. মজিবুর রহমান চৌধুরি, মো. রেজা আহম্মেদ দুলাল এবং যুবসংহতির নেতা মো. মঞ্জু সরদার।
ডি.কে.এস-এর এই উদ্যোগে সহায়তা করেন সংস্থার প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা কাজী আতাহার হোসেন ও মো. কবির হোসেন। এছাড়া বিভিন্ন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রবীণ সমাজসেবকরা কার্যক্রমে অংশ নেন।
ডি.কে.এস দীর্ঘদিন ধরে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণের মধ্যে দারুণ সাড়া পড়েছে।