আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ৩৬ হাজার ১০০ মেট্রিক টন সেদ্ধ চালবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শনিবার (১২ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে চাল আমদানির লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে চুক্তির প্যাকেজ-৭ এর আওতায় এই চালবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। ইতোমধ্যে জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং খুব শিগগিরই চাল খালাসের কার্যক্রম শুরু করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে মোট ৫ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ০৯টি পৃথক প্যাকেজের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টনের চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
চুক্তি অনুযায়ী, এখন পর্যন্ত ৩ লাখ ১৭ হাজার ৬১৯ মেট্রিক টন চাল দেশে এসে পৌঁছেছে। নতুন করে প্যাকেজ-৭ এর আওতায় আসা এই ৩৬,১০০ মেট্রিক টন চাল আমদানির মাধ্যমে মজুত আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
চাল আমদানির এই প্রক্রিয়া দেশের খাদ্য মজুত ও বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশে চলমান খাদ্য নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে সরকার দ্রুততম সময়ের মধ্যে এই চাল বিভিন্ন গুদামে সংরক্ষণ ও বিতরণের উদ্যোগ নিচ্ছে।
খাদ্য মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, দেশের ভোক্তাদের ন্যায্য মূল্যে চাল সরবরাহ নিশ্চিত করতে এবং কোনো ধরনের সংকট যাতে না দেখা দেয়, সেজন্য সরকার সতর্ক দৃষ্টি রাখছে।