ভারত-বাংলাদেশ সম্পর্ক আধিপত্য নয়, বরং সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “বিগত এক যুগ ধরে আমরা একটি নির্দিষ্ট রাষ্ট্রের আধিপত্য টের পেয়েছি। কিন্তু এখন আর কোনো চোখ রাঙানি বা ডমিনেন্স সহ্য করা হবে না।”
শুক্রবার (৪ এপ্রিল) জুম্মার নামাজ শেষে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদের প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা ও মহানগর নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সারজিস আলম বলেন, “শুধু ভারত নয়, বাংলাদেশের সঙ্গে চীন, রাশিয়া, আমেরিকা সহ সকল দেশের সাথেই সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে। ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার উদাহরণ আমাদের সামনে আছে। বিদেশি রাষ্ট্র যদি আমাদের বন্দর ব্যবহার করে ব্যবসা করে, তা যেন সমতার ভিত্তিতেই হয়।”
তিনি আরও বলেন, “বিগত এক যুগের রাজনীতি ছিল গণমানুষের রাজনীতি নয়। রাজনীতি হয়ে উঠেছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা ও রাতে ভোট ডাকাতির মাধ্যমে সংসদে যাওয়ার খেলা।” ২৪ জুলাইয়ের ‘অভ্যুত্থানের স্পিরিট’ স্মরণ করে তিনি বলেন, “আমরা যদি সেই স্পিরিট সামনে রাখি, তবে রাজনীতির মূল চেতনায় ফিরে যাওয়া সম্ভব হবে।”
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত বলে জানান সারজিস আলম। তিনি বলেন, “আমরা সদ্য আত্মপ্রকাশ করেছি, কিন্তু চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। জনগণের কাছে গিয়ে আমরা আমাদের স্বপ্ন ও পরিকল্পনার কথা বলবো। তারা যদি আমাদের বিশ্বাস করে, তাহলে রায় দেবে, আর আমরা সংসদে পৌঁছাব।”
উত্তরাঞ্চলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এই নেতা জানান, তারা ৩২টি জেলায় সফর করবেন। সেখানে মাঠে-ময়দানে, অলিতে-গলিতে সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রত্যাশা বুঝে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নেবেন।