1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মতলব মুন্সীরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান - RT BD NEWS
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন হাওর অঞ্চলে বৈষম্য দূর ও প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থে ইজারা প্রথা বাতিলের আহ্বান বিলাসবহুল পণ্যের আড়ালে ‘মেইড ইন চায়না’: ফাঁস হলো গুচি-প্রাডার উৎপাদন রহস্য

মতলব মুন্সীরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান

চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
মতলব মুন্সীরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে বাজারের নবীরের হার্ডওয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে অধিকাংশ দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে, শরীফের রঙের দোকান, মুক্তারের হার্ডওয়ার, গণেশের স্বর্ণের দোকান, নবীরের হার্ডওয়ার, বিল্লাল ও আলমের মুদি দোকান, হক ফার্মেসি, কুমিল্লা মিষ্টির ভান্ডার, একটি সেলুন এবং মনির হোসেন মার্কেটের কয়েকটি দোকান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, নবীরের দোকান থেকে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দোকানের মালামাল ও অবকাঠামো কিছুই রক্ষা করা যায়নি। তাঁদের জীবনের সব সঞ্চয় এই দোকানগুলোর মধ্যেই ছিল, যা এক নিমিষেই শেষ হয়ে গেছে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, “সকাল সাড়ে সাতটার দিকে আমরা খবর পাই। ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে উৎসুক জনতার ভিড়ে কাজ করতে অনেকটা হিমশিম খেতে হয়।”

অন্যদিকে, ঘটনার প্রায় দুই ঘণ্টা পর মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমজাদ হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও মুন্সীরহাট বাজারে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তখন সড়কের পশ্চিম পাশের প্রায় ১৫টি দোকান পুড়ে যায়। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট