কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩০ মার্চ) বিকেলে এই অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের আগের দিন বিকেল প্রায় সাড়ে তিনটার দিকে নাথেরপেটুয়া বাজারে হিরা ট্রেডার্সের গোডাউনে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানগুলোতে বিস্তার লাভ করে। মুহূর্তের মধ্যে মোল্লা ট্রেডার্স, মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, সাদ্দাম ওয়ার্কসপ ও মান্নান কুটিরশিল্প দাউ দাউ করে জ্বলতে থাকে।
হিরা ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহবুব আলম জানান, অগ্নিকাণ্ডের পূর্ব মুহূর্তে গুদামঘরটি বন্ধ ছিল এবং তিনি আগুনের সূত্রপাত সম্পর্কে অবগত নন। তার গুদামে ঈদ উপলক্ষে ড্রাম ও বোতলজাত সয়াবিন তেল, গোখাদ্য, সেমাই, চিনি ও অন্যান্য পণ্য মজুত ছিল। মাহবুব আলম দাবি করেন, গুদামে থাকা গ্যাস সিলিন্ডারগুলো খালি ছিল এবং বিস্ফোরণের তথ্য সঠিক নয়।
অন্যদিকে, মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক হুমায়ন কবির জানান, আগুন লাগার মাত্র ৫ মিনিট আগে তিনি দোকান ছেড়ে কাস্টমার সার্ভিসে যান। ফিরে এসে দেখতে পান, তার দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। তার দোকানে থাকা ৭টি আলমিরা, অ্যালুমিনিয়াম শিট, থাইগ্লাস ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
খবর পেয়ে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ও সোনাইমুড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের পর নাথেরপেটুয়া-লক্ষণপুর সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ঈদুল ফিতরের আগের দিন এ ধরনের দুর্ঘটনা তাদের জন্য চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।