
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ২নং পওাশী ইউনিয়নের চরণী পওাশী গ্রামে নিজের মাকে সুপারি গাছের সাথে বেঁধে বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তারই নিজের গর্ভধারিনী ছেলে।
রোববার (০৯ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরণী পওাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে আল আমিন কাজী এ ঘটনাটি ঘটিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরণী পওাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে মো: আল-আমিন কাজী নারী সংক্রান্ত কারণে স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনী থেকে ২০২৪ সালে চাকরি চ্যুত হয়। আল-আমিন ২য় বার বিয়ে করলে তার চারিত্রিক সমস্যার কারণে ২য় স্ত্রীও ডিভোর্স দিলে এ ব্যাপারে ছেলে তার বাবাকে দোষারোপ করে।
রোববার (০৯ ফেব্রুয়ারি) সকালে আল আমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার পিতাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকে। তার এরুপ কান্ড দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়।
জিয়ানগর থানা পুলিশ তাকে ধরতে তাদের বাড়ি গেলে আলামিন পালিয়ে যায়। পরে পুলিশ চলে গেলে আলামিন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে হিচরে নিয়ে সুপারি গাছের সাথে বেঁধে নিজেদের বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তার মায়ের চোখের সামনে আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়ে সব কিছু শেষ হয়ে যায়।
খবর পেয়ে জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মো: মারুফ হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আল-আমিনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে জিয়ানগর থানায় তার পিতা বাদী হয়ে ছেলেকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
জিয়ানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন জানান, চরনী পওাশী গ্রামে মাকে বেঁধে রেখে ছেলে বসত করে আগুন দিয়ে পুড়িয়ে সবকিছু শেষ করে দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আলামিনকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় তার পিতা বাদী হয় অভিযুক্ত ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
Like this:
Like Loading...
Related