যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি ফক্স নিউজে প্রকাশিত এক সম্পাদকীয়তে মার্কিন ভিসা নীতির বিষয়ে তার সরকারের কঠোর অবস্থানের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, “মার্কিন ভিসা কোনো অধিকার নয়, এটি একটি বিশেষ সুযোগ—যা শুধুমাত্র তাদের জন্য সংরক্ষিত, যারা আমাদের আইন এবং মূল্যবোধকে সম্মান করে।”
সম্পাদকীয়তে রুবিও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে গৃহীত কড়াকড়ি অভিবাসন নীতির প্রশংসা করে বলেন, ভিসা প্রদানের ক্ষেত্রে আপোষহীন অবস্থান গ্রহণ করাই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষার অন্যতম উপায়। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বহু বিদেশি শিক্ষার্থীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, অনেকের ভিসা বাতিল করা হয়েছে এবং ফিলিস্তিনপন্থি বিক্ষোভের কারণে বিশ্ববিদ্যালয়গুলোকে ফেডারেল তহবিল হ্রাসের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
মার্কো রুবিও অভিবাসন ও জাতীয়তা আইন (আইএনএ)-এর উদ্ধৃতি দিয়ে জানান, যেসব বিদেশি নাগরিক (যাদের ‘এলিয়েন’ হিসেবে অভিহিত করা হয়) সন্ত্রাসবাদে যুক্ত, তা প্রচার বা সমর্থন করে—বিশেষত হামাসের মতো সংগঠনগুলোর পক্ষে অবস্থান নেয়—তারা মার্কিন ভিসা পাওয়ার জন্য অযোগ্য।
রুবিও তার বক্তব্যে জোর দিয়ে বলেন, “যখন তথ্য পাওয়া যাবে যে কোনো ভিসাধারী ব্যক্তি মার্কিন নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে, আইন লঙ্ঘন করেছে বা ভিসা বাতিল করার মতো কোনো অপরাধে জড়িত—তখন আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কঠোর এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে দ্বিধা করব না।”
মার্কো রুবিওর বার্তা একেবারেই স্পষ্ট: “মার্কিন ভিসা তাদের জন্য নয় যারা দেশের ভিতর থেকে এটি ধ্বংস করতে চায়, বরং এটি তাদের জন্য, যারা যুক্তরাষ্ট্রকে আরও উন্নত করতে চায়।” তার এই বক্তব্য আগামী দিনে মার্কিন ভিসা নীতিতে আরও কঠোরতার ইঙ্গিত দিচ্ছে।