ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি বরাবরই তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। কাজের ব্যস্ততার ফাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত উপস্থিত থেকে নিজের জীবনের নানা মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। কখনো ঘুরতে যাওয়ার ছবি, কখনো পারিবারিক বা সামাজিক অনুষ্ঠান, আবার কখনো আবেগমাখা কথামালায় ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে থাকেন মাহি। এবারও তার এমনই একটি পোস্ট ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়।
সম্প্রতি মাহিয়া মাহি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন ও ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন, যা থেকে আন্দাজ করা যাচ্ছে, তিনি হয়তো নতুন করে জীবন সাজানোর স্বপ্ন দেখছেন। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “খুব সুন্দর একটা সংসার গুছাবো ঠিক আছে। কখনো লবণ কম, কখনো বেশি, আবার কখনো ভাত গলে গিয়ে যাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাব তোমার জন্য।”
এই পোস্টে শুধু একটি আদর্শ সংসার গড়ার আকাঙ্ক্ষাই নয়, বরং সম্পর্কের অন্তর্নিহিত ভালোবাসা, হাসি, বন্ধুত্ব এবং আন্তরিকতার কথাও উঠে এসেছে। মাহি আরও লেখেন, “কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপলগুলোর মতো ফেসবুক স্ক্রলিং করব না; বরং আমরা তুমুল গল্প করব, হাসব, হাসাবো— খুব সুন্দর একটা সংসার গুছাবো আমরা।”
তার লেখায় স্পষ্ট, তিনি চাইছেন এমন একটি সম্পর্ক, যেখানে রোমান্টিকতা হয়তো সিনেমার মতো না হলেও, থাকবে গভীর মায়া ও আত্মিক টান। মাহি বলেন, “সিনেমার নায়ক-নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক, প্রচণ্ড মায়া যেন থাকে সেখানে। যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে-মুচড়ে দেবে। যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসাথে রাখবে।”
এই আবেগপূর্ণ বার্তাটি মাহির জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে কিনা, তা এখনো পরিষ্কার নয়। তবে তার ভক্তদের অনেকেই এই পোস্টকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার আলোচিত হওয়া মাহিয়া মাহি এবার যেন এক নতুন স্বপ্নে পথচলা শুরু করতে চাইছেন— মায়াবী এক সংসার গড়ার লক্ষ্যে।