জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন। প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর শনিবার (৪ জানুয়ারি) তিনি আবারও বিয়ে করেন। নতুন বউ রোজা আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের ছবি পোস্ট করে জানালেন দাম্পত্যের আসল মূল কথা—বিশ্বাস, বন্ধুত্ব ও সম্মান।
দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাহসানের দ্বিতীয় বিয়ে। মেয়ে আইরার বয়স এখন ১১ বছর। জীবনের নতুন অধ্যায় শুরু করতে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করেই নিজের জীবন গুছিয়ে নিলেন তাহসান। শনিবার সন্ধ্যায় ফেসবুকে নিজের বিয়ের সুখবর শেয়ার করেন তিনি। মুহূর্তেই শুভেচ্ছার বন্যায় ভাসেন গায়ক-অভিনেতা। তার পোস্ট ইতোমধ্যেই ১৪ লাখেরও বেশি লাইক পেয়েছে।
বিয়ের পরদিন রোববার (৫ জানুয়ারি) তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ তাদের বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— “আমি এমন একজন পুরুষ পেয়েছি, যে অমায়িক এবং সবসময় বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে এই তিনটি উপহারে ভরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আমার জীবনের শান্তির ঠিকানা। আলহামদুলিল্লাহ।”
তাহসানের বিয়ের খবরে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম, তখন মেয়ে আইরার সঙ্গে একটি মিষ্টি সেলফি শেয়ার করেন মিথিলা। ছবিতে সাদা জামদানি পরিহিত মিথিলা ও লাল-নীল পোশাকে মিরর সেলফিতে মগ্ন আইরাকে দেখা যায়। মেয়ে এখন মায়ের মাথা ছুঁয়ে ফেলেছে।
২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। কাকতালীয়ভাবে সেই বিয়ের দিনও তাহসান মেয়ের সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেছিলেন। বিচ্ছেদের পরও তাহসান ও মিথিলা আইরার জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। তবে এবার প্রাক্তন স্বামীর বিয়েতে শুভেচ্ছা জানাননি মিথিলা।
তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ বর্তমানে নিউইয়র্ক প্রবাসী। পেশায় তিনি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। বরিশালের মেয়ে রোজা একসময় অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি।
তাহসান ও রোজার বিয়েতে বয়সের পার্থক্য নিয়ে সমালোচনা চলছে। অনেকেই কটাক্ষ করছেন। তবে এসব নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি তাহসান। বরং তিনি রোজার উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়েছেন— “কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানো বাজাব, তুমি সেই ছন্দে মুগ্ধ হয়ে নাচবে। সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন…। ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?”
তাহসান-মিথিলার প্রেম শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। ২০০৬ সালের ৭ আগস্ট ভালোবেসে বিয়ে করেন তারা। তবে ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। বিচ্ছেদের সময় মিথিলার পরকীয়ার গুঞ্জন ছড়ায়।
মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে মিথিলা বলেছিলেন, তাহসানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। বিচ্ছেদের পরও তারা মেয়ে আইরার ভবিষ্যতের জন্য সবসময় একসঙ্গে সিদ্ধান্ত নেন।
রোজার পোস্ট থেকে স্পষ্ট, তাহসানের জীবনে বিশ্বাস, বন্ধুত্ব ও সম্মানের গুরুত্ব অনেক বেশি। তাদের নতুন দাম্পত্য জীবনের শুরুতে তারা পরস্পরের প্রতি এই তিনটি গুণ ধরে রাখতে চান।
তাহসানের দ্বিতীয় বিয়ে নিয়ে চলমান আলোচনা প্রমাণ করে, তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা এখনও তাকে নিয়ে আগ্রহী।